ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে কৃষি বিভাগের আয়োজনে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
সৈয়দপুরে কৃষি বিভাগের আয়োজনে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে কৃষি বিভাগের আয়োজনে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সৈয়দপুরের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এ মেলা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপু উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী ও পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি করেন ও স্বাগত বক্তব্য দেন সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহিনা বেগম। এছাড়া সেখানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা কৃষিবিদ মমতা সাহা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. সালাহউদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান মণ্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রবিউল আলম, উপজেলা সমাজসেবা কর্মকতা নুর মোহাম্মদ, ব্যবসায়ী নেতা মো. ইদ্রিস আলীসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, কৃষক, বিপুল সংখ্যক দর্শনার্থী ও গণমাধ্যম কর্মীরা।

দিনব্যাপী মেলায় ৩৬ প্রকার ফল প্রদর্শন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জুলাই ২১, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।