ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভোটের আগ পর্যন্ত বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
ভোটের আগ পর্যন্ত বিএনপির জন্য অপেক্ষা করবে ইসি ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে আলোচনায় আনার জন্য বারবার আমন্ত্রণ করে যাবে নির্বাচন কমিশন (ইসি)। এমনকি নির্বাচনের আগ পর্যন্ত দলটির জন্য অপেক্ষা করবে।

বুধবার (২০ জুলাই) নির্বাচন কমিশনার মো. আলমগীর নির্বাচন ভবনের নিজ দফতরে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন।

সাবেক এই ইসি সচিব বলেন, উনারা (বিএনপি) এলে ভালো হতো। আমাদের চলমান সংলাপ ভালো হয়েছে। রাজনৈতিক দলগুলো সুচিন্তিত মতামত দিয়েছেন। এগুলো আমাদের ভালো নির্বাচন করার জন্যে সহায়ক হবে। তবে যারা আসেননি তারা এলে আরও ভালো হতো। এজন্য আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

তিনি বলেন, জাতীয় নির্বাচন এখনও অনেক দেরি রয়েছে। আগামী বছরের শেষে অথবা পরের বছরের প্রথম দিকে নির্বাচন হবে। এখনও যথেষ্ট সময় রয়েছে।

বিএনপিকে আনার বিষয়ে আর কোনো উদ্যোগ নেবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা তো বারেবারেই উদ্যোগ নিয়ে যাচ্ছি। আগেও ইভিএম-এর বিষয়ে যোগাযোগ করেছি, আসেননি। এখন যে সংলাপ সে বিষয়ে যোগাযোগ করেছি, আসেননি। সামনে যোগাযোগ আবারও থাকবে। ইসির প্রয়াস অব্যাহত থাকবে।

বিএনপির জন্যে কতদিন অপেক্ষা করা হবে- এ প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের আগ পর্যন্ত।

বুধবার সংলাপে বসার জন্য বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। কিন্তু ইসির সংলাপে অংশ নেবে না বলে জানিয়েছে দলটি।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০২২
ইইউডি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।