ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
বরিশালে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: ইলেকট্রিক পণ্যের মোড়কে সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) লেখা না থাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে বরিশালে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
 
এছাড়া মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ করার অপরাধে একটি রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


 
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে বরিশাল নগরের গির্জা মহল্লা, নিউ সদর ঘাট এলাকা এবং হাটখোলা এলাকায় এসব অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বরিশাল জেলা ও বিভাগীয় কার্যালয়।
 
জানা গেছে, সারাদেশে লোডশেডিংয়ের ঘোষণায় চার্জার ফ্যান ও লাইট এবং আইপিএসের দাম অযৌক্তিকভাবে বৃদ্ধি করার অভিযোগ উঠেছে ব্যবসায়ীদের বিরুদ্ধে। যার তদারকিমূলক অভিযানে গিয়ে ইলেকট্রিক পণ্যের মোড়কে এমআরপি না থাকা এবং প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ফাতেমা ইলেক্ট্রনিক, সুপ্রিয়া ইলেক্ট্রনিক, জাকের রেডিও অ্যান্ড ওয়াচ হাউজ এবং এএল ওয়াচ হাউজকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।
 
একই সময়ে লোডশেডিংয়ের হিরিকে ইলেক্টনিক পণ্যের অযৌক্তিক মূল্য বৃদ্ধির বিষয়ে আশপাশের বিভিন্ন ইলেক্ট্রনিক দোকানিকে সতর্ক করেন কর্মকর্তারা।
 
বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শাহ্ মো. সোয়াইব মিয়া জানান, অভিযানে সয়াবিন তেল প্রতি লিটারে ১৪ টাকা কমিয়ে উৎপাদক প্রতিষ্ঠানসমূহ কর্তৃক যে নতুন দাম নির্ধারণ করা হয়েছে তা বরিশালের বাজারে বাস্তবায়ন হচ্ছে কি না- এ বিষয়ে বিভিন্ন ভোজ্য তেলের ডিলার পয়েন্ট ও মুদি দোকানসমূহে তদারকি করা হয়। নতুন নির্ধারিত মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের জন্য সংশ্লিষ্ট ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম এবং ক্যাব সদস্য জাহাঙ্গীর মোল্লা।
জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুলাই ১৯, ২০২২
এমএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।