ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

ফুটবল খেলা নিয়ে দুই প্রতিবেশীর সংঘর্ষে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
ফুটবল খেলা নিয়ে দুই প্রতিবেশীর সংঘর্ষে প্রাণ গেল শিশুর

ঠাকুরগাঁও: বাড়ির পাশে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পক্ষের সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে। তার নাম জেরিন আক্তার (২)।

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গত শুক্রবার (১৬ জুলাই) এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের বাবা জাকির হোসেন ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন।

মামলার পর রোববার (১৭ জুলাই) বিকেলে পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাধন জানান, শুক্রবার  বিকেলে বাড়ির পাশে শিশুরা ফুটবল খেলছিল। এ সময় বল গিয়ে এক নারীর গায়ে লাগলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ ঘটনার জের ধরে পর দিন আবারও তাদের মধ্যে ঝগড়া বাধে। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দু’পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় শিশু জেরিননে মাথায় আঘাত লাগলে সে মারা যায়।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মরদেহের ময়নাতদন্ত হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে। সংঘর্ষের ঘটনায় নিহত শিশুর বাবাও গুরুতর আহত হয়েছেন। আগে থেকে দুই প্রতিবেশীর মধ্যে জমি নিয়ে বিরোধ ছিল।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ১৮ জুলাই, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।