ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগদায় অপদ্রব্য পুশ, সাতক্ষীরায় ব্যবসায়ীর জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, জুলাই ১৭, ২০২২
বাগদায় অপদ্রব্য পুশ, সাতক্ষীরায় ব্যবসায়ীর জেল-জরিমানা

সাতক্ষীরা: বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করায় সাতক্ষীরার কালীগঞ্জে মাছ ব্যবসায়ী গোলাম হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

এসময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে ১শ' কেজি অপদ্রব্য মিশ্রিত চিংড়ি জব্দ করে বিনষ্ট করা হয়।

রোববার (১৭ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার রবিউল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এই জেল-জরিমানার আদেশ দেন।

এর আগে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ভাতের মাড়, সাবু, তেলাকচু পাতার রসসহ বিভিন্ন প্রকার অপদ্রব্য মিশ্রিত ১০০ কেজি বাগদা চিংড়ি জব্দ করা হয়।
 
পরবর্তীতে জব্দকৃত বাগদা চিংড়ি জনসম্মুখে বিনষ্ট করা হয়েছে।

ইউএনও খন্দকার রবিউল ইসলাম জানান, বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে ব্যবসায়ী গোলাম হোসেনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ১৭ জুলাই, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।