ঢাকা, মঙ্গলবার, ৩১ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

কুয়াকাটায় অনুমোদন না থাকায় হোটেল-দোকানে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
কুয়াকাটায় অনুমোদন না থাকায় হোটেল-দোকানে জরিমানা

পটুয়াখালী: পটুয়াখালীর কুয়াকাটায় অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় চার আবাসিক হোটেলে অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে কুয়াকাটা পৌর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু বক্কর সিদ্দিকী।

এ সময় সেখানে থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

আবাসিক হোটেলগুলো হচ্ছে- পাঁচতারা, শুকতারা, সিলভার ক্রাউন ও বেনামী একটি হোটেল।

এছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন করায় পাঁচতারা হোটেল অ্যান্ড রেস্টেুরেন্টের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিকী বাংলানিউজকে বলেন, কুয়াকাটায় ব্যাপক পর্যটক আসছেন। তারা যাতে কোনোভাবে প্রতারিত না হন, সেজন্য কাগজপত্রবিহীন ও নিম্নমানের খাবার সরবরাহকারী অসাধু হোটেল ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জুলাই ১৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।