ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ

জি এম মুজিবুর, সিনিয়র ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ

ঢাকা: কোরবানির ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী সাধারণ মানুষ।

শুক্রবার (১৫ জুলাই) গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ বাস টার্মিনালের পরিবহন কর্মীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছেড়ে আসা কোনো বাসের আসন ফাঁকা আসছেনা।

রাজবাড়ী থেকে ৬টা ৩০ মিনিটে ছেড়ে আসা রাবেয়া পরিবহনের যাত্রী মোছাম্মদ শাবনুর (৩০) বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৬টায় রওনা দিয়ে ১০টায় ঢাকা পৌঁছেছি। রাস্তায় কোনো ভোগান্তি হয়নি।

লঞ্চের ক্ষেত্রে যাত্রীদের উপস্থিতি আগের চেয়ে কমেছে। পদ্মা সেতু চালু হওয়ায় অনেকে সড়কপথে ঢাকায় ফিরছে।

ঢাকা-খুলনা রুটের হানিফ পরিবহনের ম্যানেজার মোহাম্মদ মাহবুব উল্লাহ বাংলানিউজকে জানান, পদ্মা সেতু চালুর পর থেকে আমাদের গাড়ি খুলনা-ঢাকা যাতায়াত করছে নির্বিঘ্নে। আগে ৮ থেকে ১০ ঘণ্টা লাগতো, এখন অনেক কম সময় লাগে।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জুলাই ১৫, ২০২২
জিএমএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।