ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আড়াইহাজারে পানিতে ডুবে খালাতো দুই ভাইয়ের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
আড়াইহাজারে পানিতে ডুবে খালাতো দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অদুদ মাহমুদ জানান, বুধবার সকালে ওই গ্রামের আলী আকবরে ছেলে তাউসান (৫) ও আলী মিয়ার ছেলে সিফাত বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে তাদের পাওয়া যাচ্ছিল না। বিকেল ৫টার দিকে দিকে বাড়ির পাশের ফারুকের ডোবায় তাউসান ও সিফাতকে ভেসে থাকতে দেখে এলাকাবাসী।  

পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়য়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।  

সম্পর্কে তাউসান ও সিফাত একে অপরের খালাতো ভাই বলে জানান ইউপি চেয়াম্যান অদুদ মাহমুদ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ওসি) আজিজুল হক হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
এমআরপি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।