ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

বনানীতে বাস উল্টে প্রাণ গেল পথচারীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
বনানীতে বাস উল্টে প্রাণ গেল পথচারীর বনানীতে বাস উল্টে প্রাণ গেল পথচারীর

ঢাকা: রাজধানীর বনানীর কাকলি এলাকায় ইমাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে রঞ্জু শেখ (৩৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জুলাই) সকাল সোয়া ৬টার  দিকে এ ঘটনা ঘটে।

রঞ্জু ঢাকায় একটি ভবনের সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করতেন। তার বাড়ি রাজবাড়ীতে।

ঘটনার পর ঘাতক বাসটি জব্দ করা হলেও পালিয়েছেন চালক। বাসটিতে কতজন যাত্রী ছিলেন তা জানা সম্ভব হয়নি।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, রঞ্জু শেখ পথচারী ছিলেন নাকি বাসের ভেতরেই ছিলেন বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে যতটুক জেনেছি তিনি পথচারী ছিলেন। রঞ্জু শেখের মরদেহ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, যতটুক শুনেছি বাসটি বেপরোয়া গতিতে ছিল, হয়তো হার্ট ব্রেক করতে গিয়ে বাসটি উল্টে যায়।

বাংলাদেশ সময়: ১০৩৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।