ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে পথের খাবার মন ভরাচ্ছে ঘুরতে বের হওয়া নগরবাসী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
নারায়ণগঞ্জে পথের খাবার মন ভরাচ্ছে ঘুরতে বের হওয়া নগরবাসী

নারায়ণগঞ্জ: ঈদের সাধারণ ছুটি শেষ হলেও ছুটির আমেজ ফুরোয়নি এখনো। ঈদের দ্বিতীয় দিন সোমবার (১১ জুলাই) নারায়ণগঞ্জ নগরীর রাস্তায় দেখা যায় ঘুরতে বের হওয়া মানুষের ভিড়।

তৃতীয় দিন মঙ্গলবারও (১২ জুলাই) বের হচ্ছেন অনেকে।  

ঘুরতে বের হওয়া এসব মানুষের প্রধান আকর্ষণ নগরীর বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসা নানা রকমের পথের খাবার বা স্ট্রিট ফুড।

সোমবার শহরের চাষাঢ়া, খানপুর, দেওভোগ এলাকা ঘুরে এমন দৃশ্য বেশি দেখা গেছে।

সড়কে যানবাহনের যানজট চোখে না পড়লেও সড়কের ধারের নানা ধরনের খাবারের দোকানগুলোতে ক্রেতাদের ব্যাপক ভিড়। চটপটি, ফুচকা, চাপ-লুচি, টিক্কা, কাবাব, বার্গার, ঝালমুড়ি, ছোলাবুটসহ নানা রকমের স্ট্রিট ফুডের দোকান পসরা সাজিয়ে বসেছে এলাকাগুলোতে। ঘোরাঘুরির ফাঁকে মুখরোচক এসব খাবারের স্বাদ নিচ্ছেন দর্শনার্থীরা।

খানপুর এলাকায় ঘুরতে আসা আবিদ হোসেন জানান, বন্ধু-বান্ধবদের নিয়ে এখানে চটপটি ফুচকা খেতে এসেছিলাম। এখন এখানে ঘুরছি আড্ডা দিচ্ছি।

এদিকে খানপুর এলাকার চটপটি, ফুচকা বিক্রেতা সালাম জানান, এখানে সবসময়ই ভিড় থাকে। তবে এখন ঈদের সময়। তাই সাধারণ সময়ের চেয়ে ভিড় অনেকটা বেশি। বিক্রিও বেশ ভালো হচ্ছে।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।