ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদের ২য় দিনেও কোরবানি, মাংসের জন্য অপেক্ষা দুস্থদের!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
ঈদের ২য় দিনেও কোরবানি, মাংসের জন্য অপেক্ষা দুস্থদের!

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ঈদের দ্বিতীয় দিনেও কোরবানি করা হয়েছে পশু। আর এই কোরবানিকে কেন্দ্র করে মাংসের জন্য সকাল থেকে দিনভর অপেক্ষা করতে দেখা গেছে দুস্থদের।

সোমবার (১১ জুলাই) নগরীর বিভিন্ন এলাকায় পশু কোরবানি দেওয়া হয়। এদিন যেসব বাড়িতে কোরবানি দেওয়া হয়েছে সেসব বাড়িতে টার্গেট করে মাংস সংগ্রহ করতে দেখা গেছে দরিদ্রদের।  

নগরীর কলেজ রোড এলাকায় মাংস সংগ্রহ করতে আসা নজু মুন্সী জানান, ঈদের দিন নিয়েছি আজও এসেছি। ঈদের দিন অল্প মাংস পেয়েছি আজও যদি কিছু পাই সপ্তাহটা চলে যাবে। গরীব মানুষ, ঈদের সময় আয় নেই অন্তত এক সপ্তাহ বাজারের খরচ বেঁচে গেলেও তো অনেকটা রক্ষা।

দ্বিতীয় দিন কোরবানি দেওয়া বুলবুল হোসেন জানান, ঈদের দিন কসাই পাইনি তাই পরদিন পশু কোরবানি করতে হয়েছে। সকাল থেকেই এখানে মাংসের জন্য অপেক্ষা করেছে মানুষ। অল্প করে হলেও সবাইকে দিতে চেষ্টা করেছি। এতে সবার মধ্যেই ঈদের আনন্দ ভাগাভাগির সুযোগ হয়।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।