ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফাঁকা নারায়ণগঞ্জ, নেই চিরচেনা যানজট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
ফাঁকা নারায়ণগঞ্জ, নেই চিরচেনা যানজট

নারায়ণগঞ্জ: ঈদুল আজহার দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জ শহর একেবারে ফাঁকা হয়ে গেছে। এতে বছরজুড়ে যানজটে নাকাল থাকা সড়কগুলোতে ভিন্ন রূপ দেখা গেছে।

শিল্পাঞ্চল হওয়ায় এখানকার শ্রম ও কর্মজীবীদের একটা বৃহৎ অংশ বাইরের জেলা থেকে এখানে এসে কাজ করেন। ঈদের ছুটিতে তাদের অনেকেই নাড়ির টানে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি চলে গেছেন।

আবার অনেকে নারায়ণগঞ্জেই কোরবানি করেছেন, কেউ কেউ কোরবানির গোশত কাটা, সংগ্রহ করাসহ নানা কাজে সেরে পরিবারের জন্য কোরবানির গোশত বা উপহার নিয়ে ঈদের দিন বিকেলের পর গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। তাদের সেই যাত্রার পর যেন একেবারেই ফাঁকা হয়ে গেছে নগরী।

সোমবার (১১ জুলাই) সকালে নগরীর চাষাঢ়া, বিবি রোড, কালিরবাজার, মিশনপাড়া, ২ নং রেলগেট, ডিআইটি এলাকা ঘুরে দেখা গেছে, নগরীর দিনব্যাপী তীব্র যানজটের এসব সড়ক এখন একেবারেই ফাঁকা। এর মধ্যে যানজট না থাকলেও মোড়ে মোড়ে দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ সদস্যরা।

এমন চিত্র দেখে নগরীর চাষাঢ়া এলাকায় বাসিন্দা নাঈম জানান, একেবারেই ভিন্নরূপ, নেই কোন যানজট, গাড়ির শব্দ দূষণ, নেই ভোগান্তি। বছরব্যাপী যানজটে থমকে যাওয়া এ সড়কগুলো যেন প্রাণ ফিরে পেয়েছে।

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, জুলাই ১১, ২০২২
এমআরপি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।