ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জের পার্কগুলোতে ভিড়

মাহফুজুর রহমান পারভেজ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
নারায়ণগঞ্জের পার্কগুলোতে ভিড়

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নগরীর চৌরঙ্গী পার্কসহ বিভিন্ন পার্কে দেখা গেছে উপচেপড়া ভিড়। ঈদকে কেন্দ্র করে শিশু ও প্রিয়জনদের নিয়ে পার্কে ঘুরতে বের হয়েছেন নগরবাসী।

রোববার (১০ জুলাই) বিকেলের পর থেকে নগরীর চৌরঙ্গী পার্ক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এদিকে পার্কে অতিরিক্ত চাপ সামাল দিতে অতিরিক্ত লোক নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ।  

চৌরঙ্গীর পাশাপাশি নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক, শেখ রাসেল পার্কের বাইরের অংশে, পঞ্চবটী অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্ক ছাড়াও নদীর পাড়ে ওয়াকওয়েগুলোতে দেখা গেছে বাড়তি ভিড়।  

পার্কে ঘুরতে আসা সামিরা জানান, আসলে নগরীর কোথাও শিশুদের ঘুরে বেড়ানোর তেমন কোনো স্থান নেই। তাই এখানে চৌরঙ্গী পার্কে এসেছি সন্তানকে নিয়ে। তবে এখানে অনেক ভিড় আর গরম।  

চৌরঙ্গী পার্কের মালিক আব্দুস সাত্তার জানান, আমরা নগরবাসীর বিনোদনের স্থান দিতে পেরে খুশি। আসলে নগরীতে তেমন কোনো স্থান নেই যেখানে আপনারা সন্তানদের নিয়ে যেতে পারবেন। এখানে নদীর পাশে মুক্ত বাতাস ও রাইডে চড়ে বেড়িয়ে শিশুরা আনন্দিত হয়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এমআরপি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।