ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে সিগারেট কেনার জেরে যুবক গুলিবিদ্ধ! 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
ময়মনসিংহে সিগারেট কেনার জেরে যুবক গুলিবিদ্ধ! 

ময়মনসিংহ: ঈদের দিন ময়মনসিংহে সিগারেট কেনাকে কেন্দ্র করে বাদশা মিয়া (৩০) নামে এক যুবক গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ ওঠেছে।  

রোববার (১০ জুলাই) সকাল ৯টার দিকে নগরীর বাঘমারা এলাকায় এ ঘটনা ঘটে।

 

গুলিবিদ্ধ বাদশা মিয়া নগরীর ৮৪ নাম্বার জেসিগুহ রোড এলাকার মিনার হোসেনের ছেলে।

এ ঘটনায় বিকেলে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন আহত বাদশা মিয়ার বাবা মো. হাবিবুর রহমান। তবে তাৎক্ষণিকভাবে আসামিদের নাম জানা যায়নি।  

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ এ তথ‍্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতার অভিযান চলছে।  

ওসি আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় বাদশা মিয়াকে হাসপাতালে ভর্তির পর অপারেশন থিয়েটারে পাঠানো হয়। অপারেশনের পর এখন তিনি আশঙ্কামুক্ত।  

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, বাঘমারা এলাকায় দোকানে সিগারেট কেনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়ে। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের একজন বাদশা মিয়াকে লক্ষ্য করে গুলি করে। পরে তার ডাক চিৎকারে স্থানীয়রা বাদশা মিয়াকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বলেন, সিগারেট কেনাকে কেন্দ্র করে একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  

তবে আহত বাদশা মিয়া গুলিবিদ্ধ কি না এখনো নিশ্চিত হওয়া যায়নি।  

এ ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।


বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।