ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় পশুর হাটে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
খুলনায় পশুর হাটে রাজস্ব আদায়ে নতুন রেকর্ড!

খুলনা: খুলনায় জোড়াগেট কোরবানির পশুর হাটে এবার সর্বোচ্চ দুই কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। যা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।

 

২০২১ সালে এই হাটে রাজস্ব আদায় ছিল দুই কোটি ৪৩ হাজার টাকা। এছাড়া ২০২০সালে এক কোটি ১৭ লাখ টাকা রাজস্ব আদায়ে হয়েছিল।
 
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) বাজার সুপার আবদুল মাজেদ মোল্লা রোববার বাংলানিউজকে বলেন, ৩ জুলাই কোরবানির পশুর হাট উদ্বোধনের পর থেকে ১০ জুলাই অর্থাৎ ঈদের দিন সকাল পর্যন্ত ছয় হাজার ৭৬০ (গরু, ছাগল, ভেড়া ও মহিষ ) কোরবানির পশু বিক্রি হয়েছে।  

এ সময় সর্বোচ্চ দুই কোটি ২৫ লাখ ৬০ হাজার টাকা রাজস্ব আদায় হয়েছে। যা এ ধরে জোড়াগেট কোরবানির পশুর হাটের সর্বোচ্চ রেকর্ড।
  
পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় খুলনার জোড়াগেট বাজার চত্বরে (৩জুলাই) সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে এ পশুর হাটের উদ্বোধন করেন। এটি নগরীর একমাত্র কোরবানির পশুর হাট। যা খুলনা বিভাগের সবচেয়ে বড় হাট হিসেবে পরিচিত।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।