ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক, দিনভর আরও বাড়বে

আবাদুজ্জামান শিমুল, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, জুলাই ১০, ২০২২
কোরবানি দিতে গিয়ে আহত শতাধিক, দিনভর আরও বাড়বে কোরবানি দেওয়ার সময় আহতরা ভিড় করছেন ঢামেকের জরুরি বিভাগে -বাংলানিউজ

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকাসহ আশপাশের জেলায় পাড়া-মহল্লাতে কোরবানির পশু জবাই ও তার গোশত কাটতে গিয়ে প্রায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

তাদের অনেকেই ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

আহতদের বেশিরভাগই মৌসুমি কসাইয়ের পাশাপাশি শখের বশে  গরু কোরবানির সময় সহযোগিতা ও গোশত কাটতে গিয়ে আহত হয়েছেন।

কোরবানি দেওয়ার সময় চাকু দিয়ে কারো হাত, কারো পা এমনকি কারো শরীরের বিভিন্ন অংশ কেটে গেছে। আবার অনেকেই কোরবানির সময় গরুর আঘাতে আহত হয়েছেন।

ঢামেক সূত্রে জানা গেছে কোরবানি দেওয়ার সময় আহত হয়ে বেলা ১১টা পর্যন্ত প্রায় শতাধিক ব্যক্তি সেখানে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়। চিকিৎসকরা জানিয়েছেন, দিনভর এ সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে আজিমপুর নিউ পল্টন বটতলা এলাকায় গরু কাটার সময় আহত মৌসুমি কসাই মুসলিম (৩৫) জানান, গরু কোরবানির সময় নিজের চাকুতে তিনি আহত হয়েছেন। হাতের বেশ কিছু অংশ কেটে গেছে। এছাড়া মোহাম্মদ নবাব নামে এক ব্যক্তি খিলগাঁও থেকে ঢামেকে এসেছেন চিকিৎসা নিতে। তিনি গরুর লাথিতে আহত হয়েছেন।

আহত আরও কয়েকজন হলেন- রামপুরার ওয়াপদা রোডের ইসমাইল, কাঁটাবন এলাকার স্বপন, যাত্রাবাড়ী  এলাকার তৌহিদুল ও নারায়ণগঞ্জ থেকে শরিফুল। তারাসহ প্রায় শতাধিক লোক ঢামেক হাসপাতালে এরই মধ্যে চিকিৎসা নিয়েছেন।

এ বিষয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. আলাউদ্দিন জানান, প্রতিবছরই কোরবানি দিতে গিয়ে আহত হয়ে অসংখ্য লোক ঢামেকে আসেন। এবারও আসছেন। তবে এখন পর্যন্ত তাদের কারো অবস্থাই গুরুতর নয়। বিষয়টি পুরোপুরি অসাবধানতা বলা যায়। তবে অতীত পর্যালোচনা করে বলা যায় দিনভর কোরবানি দিতে  গিয়ে আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে দেখা যায়, ঢাকাসহ আশেপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে আহতরা নিয়ম অনুযায়ী টিকিট কেটে, লাইন ধরে চিকিৎসা নিচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ১০ জুলাই, ২০২২
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।