ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় আব্দুর রহমান (৩০) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

শুক্রবার (০৮ জুলাই) ভোর পাঁচটার দিকে মহাসড়কের পশ্চিম বেজহার এলাকায় অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

নিহত আব্দুর রহমান বরগুনা জেলার তালতলী উপজেলার স্লুইজগেট এলাকার মোকছেদ জমাদ্দারের ছেলে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন জানান, ঢাকা-বরিশাল মহাসড়ক ধরে মাদারীপুর থেকে মোটরসাইকেল নিয়ে বাড়ি যাচ্ছিলেন আব্দুর রহমান। পথে ভোর পাঁচটার দিকে অজ্ঞাত গাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেল চালক আব্দুর রহমান গুরুত্বর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ তাকে (আব্দুর রহমান) উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ০৮, ২০২২
এমএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।