ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্পেশাল ট্রেনে জামালপুর থেকে ঢাকায় আসছে গরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫১ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
স্পেশাল ট্রেনে জামালপুর থেকে ঢাকায় আসছে গরু ছবি: বাংলানিউজ

জামালপুর: জামালপুরের দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থেকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গরু যাচ্ছে রাজধানী ঢাকায়। বাংলাদেশ রেলওয়ে পরিচালিত ক্যাটল স্পেশাল ট্রেনে করে ঢাকায় যাচ্ছে এসব গরু।

ক্যাটল স্পেশাল প্রথম ট্রেনে প্রতি ওয়াগণে ১৬টি করে মোট ২৫টি ওয়াগণে ৪০০টি গরু নিয়ে বুধবার (৬ জুলাই) ছেড়ে যায় একটি ট্রেন। সেটি ঢাকায় পৌঁছায় বৃহস্পতিবার ভোরের দিকে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুটি স্টেশন থেকে আরও ৪০০ গরু নিয়ে রাত ৯টায় ছেড়ে যায় অন্য একটি ট্রেন।

ইসলামপুরের স্টেশন মাষ্টার শাহিন মিয়া বলেন, ক্যাটল স্পেশাল দ্বিতীয় ট্রেন দেওয়ানগঞ্জ বাজার থেকে ১৮টি ওয়াগণে ১৬টি করে ২৮৮ টি গরু, ইসলামপুর বাজার থেকে সাতটি ওয়াগণে ১১২টি গরুসহ মোট ২৫টি ওয়াগণে ৪০০ গরু নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।

এদিকে ট্রেন চালু হওয়ায় স্থানীয়ভাবে প্রতি গরুর দাম ১০ থেকে ১২ হাজার টাকা করে বেড়ে গেছে।

এবারে জামালপুরের ৭টি উপজেলায় প্রায় অর্ধশতাধিক স্থানে কোরবানী পশুর হাট বসেছে। চাহিদার চেয়ে গরু সরবরাহ বেশি হওয়াতে গরুর দাম অনেকটা কম বলে জানিয়েছেন গরু ব্যবসায়ী ও খামারিরা।

এদিকে হাতের নাগালের মধ্যে গরু পাওয়ায় বেশ খুশি সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ২২৫১ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।