ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ফরিদপুরে পশুর হাটে নিরাপত্তায় পুলিশের নানা উদ্যোগ, পরিদর্শনে এসপি

হারুন-অর-রশীদ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৩ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
ফরিদপুরে পশুর হাটে নিরাপত্তায় পুলিশের নানা উদ্যোগ, পরিদর্শনে এসপি পশুর হাট পরিদর্শন করছেন এসপি মো. আলিমুজ্জামান

ফরিদপুর: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিয়ম মেনে ফরিদপুর জেলার বিভিন্ন স্থানে কোরবানির পশুর হাট জমে উঠেছে। আর এসব হাটের আইনশৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ।

 

বৃহস্পতিবার (৭ জুলাই) সরেজমিনে তদারকি করতে ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. আলিমুজ্জামান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জেলা শহরের একটি কোরবানির পশুর হাট পরিদর্শনে যান।  

এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে হাটের ইজারাদার ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এসপি আলিমুজ্জামান।  

তারা ফরিদপুর জেলা পুলিশের গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। অন্যবারের তুলনায় এবার পশুর হাটে যথেষ্ট শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আছে বলেও তারা অভিমত ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad