ঢাকা, সোমবার, ৬ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে ঈদযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৬, জুলাই ৭, ২০২২
ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে ঈদযাত্রা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ থেকে ছেড়ে যাওয়া ট্রেনের ছাদে ও ইঞ্জিনে চড়ে জীবনের ঝুঁকি নিয়ে ঈদযাত্রা করতে দেখা গেছে ঘরমুখো মানুষদের।

বৃহস্পতিবার (৭ জুলাই) বিকেলে ঢাকা ও টঙ্গীগামী ট্রেনে এ দৃশ্য দেখা গেছে।

জীবনের ঝুঁকি থাকলেও পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ছাদে ও ইঞ্জিনে চড়া মানুষদের মুখে হাসি দেখা গেছে।

ট্রেনের ছাদে চড়া আমজাদ হোসেন বলেন, আজ শেষ কর্মদিবস ছিল। একটু আগে বের হয়ে স্টেশনে এসে দেখি টিকিট নেই, তাই বাধ্য হয়ে ছাদে চড়ে যাচ্ছি।

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার কামরুল বলেন, আমরা মানা করেছি কিন্তু যাত্রীরা শোনেননি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।