ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

হজ যাত্রীদের উপহার এবং ৩ ফাউন্ডেশনে শিক্ষা সহায়তা দিল লাফয

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২২
হজ যাত্রীদের উপহার  এবং ৩ ফাউন্ডেশনে শিক্ষা সহায়তা দিল লাফয

হালাল পণ্য সরবরাহ করে বাংলাদেশে এরই মধ্যে বেশ পরিচিতি পেয়েছে লাইফস্টাইল ব্র্যান্ড লাফয।

এবারের হজে যাওয়া যাত্রীদের হালাল পকেট বডি স্প্রে, কাবার যাত্রা নামের একটি হজ নির্দেশিকা বিশেষ উপহার হিসেবে দিয়েছে প্রতিষ্ঠানটি।

নির্দেশিকা বইটি গ্রন্থনা করেছেন বিশিষ্ট মাওলানা মো. লুতফুর রহমান, খতিব, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ।

এছাড়াও তিনটি ফাউন্ডেশনে শিক্ষা সহায়তা দান এবং ৫০০ অসহায় শিশুর শিক্ষার দায়িত্ব নিয়েছে লাফয। আশ্রয় ফাউন্ডেশন, সাকো (সোশ্যাল অ্যাসোসিয়েশন অ্যান্ড কেয়ার অরগানাইজেশন) ও নবদ্যোম ফাউন্ডেশনকে এই অর্থ দিয়েছে প্রতিষ্ঠানটি।  

তিন ফাউন্ডেশনের প্রতিটির কাছে ১ লাখ ৫০ হাজার করে মোট সাড়ে চার লাখ টাকার চেক তুলে দেন বিলিভ প্রাইভেট লিমিটেডের পক্ষে বাংলাদেশ অপারেশন হেড মো. জাহিদুল ইসলাম।  

আশ্রয় ফাউন্ডেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহানা ইয়াসমিন বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার জন্য লাফযের এই উদ্যোগ সত্যি প্রশংসনীয়।

সিঙ্গাপুরভিত্তিক লাইফস্টাইল কোম্পানি বিলিভ প্রাইভেট লিমিটেডের হালাল সার্টিফায়েড ব্র্যান্ডগুলোর একটি লাফয, যা এরই মধ্যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও দুবাই, মালয়েশিয়ায় তাদের কার্যক্রম চালাচ্ছে।  

জাহিদুল ইসলাম জানিয়েছেন, বিলিভ প্রাইভেট লিমিটেড ২০২৫ সাল নাগাদ বিশ্বব্যাপী ১০ লাখ শিশুর শিক্ষার দায়িত্ব নিতে চায়।  
এই আয়োজনের দায়িত্বে ছিল ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রাউন্ড দ্য ক্লক।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, জুলাই ০৭, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।