ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উচ্চ আদালতের নির্দেশে রামুতে জমি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, জুলাই ৬, ২০২২
উচ্চ আদালতের নির্দেশে রামুতে জমি উদ্ধার

কক্সবাজার: দীর্ঘদিন আইনি লড়াই শেষে রামুতে প্রকৃত মালিকদের জমি ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।  
মঙ্গলবার ফতেখাঁরকুল মৌজার শ্রীকুলে ১ একর ১০ শতক জমির দখল আমল মালিকদের বুঝিয়ে দিয়েছে প্রশাসন।

 

এ সময় উপস্থিত ছিলেন, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।  

দেখা গেছে, রামু উপজেলার ফতেখাঁরকুলের শ্রীকুলে উত্তরাধীকারসূত্রে প্রাপ্ত বিএস খতিয়ানমূলে মালিক সুখেন্দু বিকাশ, অরবিন্দ, পরবিন্দু, অমরবিন্দু, তপন, স্বপন ও বিপন বড়ুয়াদের সীমানা পিলারের মাধ্যমে এই জমি বুঝিয়ে দেওয়া হয়।  

দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে জবর দখল করে রেখেছিল এই জমি।  

পৈত্রিক এসব জমি ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন জমির প্রকৃত মালিক ও স্থানীয়রা।  

প্রসঙ্গত, ফতেখাঁরকুল মৌজার এই ১ একর ১০ শতক জমি খ তপশীলভুক্ত অর্পিত সম্পত্তির তালিকাভুক্ত হয়। পরবর্তীতে ২০১৩ সালের দিকে খ তপশীলভুক্ত অর্পিত সম্পত্তি অবমুক্তির আদেশ প্রদান করা হয়। এর আগে সরকার অবমুক্তির মাধ্যমে জমির দখল আসল প্রকৃত উত্তরাধিকারদের কাছে হস্তান্তরের নির্দেশনা দিলেও তা বাস্তবায়িত হয়নি। ফলে হাইকোর্টের এই রায় বাস্তবায়নের মাধ্যমে জমির দখল প্রকৃত মালিকদের ফিরিয়ে দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুলাই ০৬, ২০২২
এসবি/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।