ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

তিনদিনেও খোঁজ মেলেনি সাংবাদিক রুবেলের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, জুলাই ৫, ২০২২
তিনদিনেও খোঁজ মেলেনি সাংবাদিক রুবেলের

কুষ্টিয়া: তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল।

এ ঘটনায় সোমবার (০৪ জুলাই) কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন রুবেলের ছোট ভাই মাহাবুর রহমান।

কুষ্টিয়া মডেল থানায় দেওয়া জিডি সূত্রে জানা যায়, গত রোববার (৩ জুলাই) রাত ৯টার দিকে মোবাইল ফোনে একটি কল পেয়ে কুষ্টিয়া শহরের সিঙ্গার মোড়ে নিজের পত্রিকা অফিস থেকে বের হন রুবেল। বের হওয়ার সময় তিনি তার অফিসের পিয়নকে বলেছিলেন, ‘বাইরে থেকে আসছি’। এরপর থেকে তিনি নিখোঁজ। তার মোবাইল ফোন নম্বরটি বন্ধ।  

মঙ্গলবার (০৫ জুলাই) বিকেলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছাবিরুল আলম জানান, রুবেলের সন্ধানে অভিযান চলছে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ