ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বান্দরবানে যুবককে হত্যা করে বাইক ছিনতাইয়ের চেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
বান্দরবানে যুবককে হত্যা করে বাইক ছিনতাইয়ের চেষ্টা ফাইল ছবি

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় শফিউল কাদের (২৩) নামে ভাড়ায় চালিত মোটরসাইকেলের এক চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। পরে তার মোটরসাইকেল ছিনতাই করার চেষ্টা করলেও ব্যর্থ হয় দুর্বৃত্তরা।

সোমবার (০৪ জুলাই) দিনগত রাত ১টার দিকে লামা উপজেলার গজালিয়া আজিজনগর সড়কের নাজিরাম ত্রিপুরা পাড়া সংলগ্ন রাবার বাগানে ঘটে এ ঘটনা।

নিহত শফিউল বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আন্ধারি প্রদ্দান ঝিড়ি এলাকার মো. ইউনুছের ছেলে। তিনি সরই মটর বাইক মালিক সমবায় সমিতি লিমিটেডের ৫৩ নম্বর সদস্য ছিলেন।

বান্দরবানের সরই মটর বাইক মালিক সমবায় সমিতির লিমিটেডের সাধারণ সম্পাদক মো. জাবেদ বাংলানিউজকে বলেন, সোমবার রাত ১০টার দিকে আজিজনগর যাবে বলে শফিউল দুই ব্যক্তিকে ভাড়ায় নিয়ে যায়। পরে রাত ১টায় আমরা তাকে হত্যার খবর পেয়ে নাজিরাম ত্রিপুরা পাড়া সংলগ্ন রাবার বাগান এলাকায় যাই। ওখানে গিয়ে শফিউলের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখি। বিষয়টি রাতেই লামা থানা ও নিহতের পরিবারকে জানানো হয়।

বান্দরবানের লামার আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি শামীম শেখ বলেন, প্রাথমিক সুরতহাল শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

লামা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।