ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাভারে এবার মারামারিতে প্রাণ গেল কিশোরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২২
সাভারে এবার মারামারিতে প্রাণ গেল কিশোরের

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় মারামারিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন লিখন (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (০৫ জুলাই) সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কিশোরের মৃত্যু হয় বলে দুপুরে নিশ্চিত করেছেন হাসপাতালটির কর্মকর্তা ইউসুফ আলী।

এর আগে আশুলিয়াতে শিক্ষককে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা ও পোশাকশ্রমিককে রড দিয়ে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এসব ঘটনা দেশব্যাপী সমালোচনা চলছে।  

নিহত লিখনের মরদেহ এনাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ঘটনায় কোনো অভিযোগ পায়নি বলে জানিয়েছে আশুলিয়া থানা পুলিশ।

সোমবার (০৪ জুলাই) আশুলিয়ার পলাশবাড়ীর ইস্টার্ন হাউজিং এলাকায় মারামারি ঘটনা ঘটে।

নিহত মো. লিখন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ভয়নগর থানার আব্দুল মজিদের ছেলে৷ সে পলাশবাড়ী এলাকায় থেকে কাঠমিস্ত্রির কাজ করতো বলে জানা গেছে।
হাসপাতালের রিপোর্টে দেখা গেছে, লিখনের মাথায় গুরুতর আঘাত রয়েছে।

বিষয়টি নিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফ মফিজুর রহমান বাংলানিউজকে বলেন, সোমবার পলাশবাড়ীর ইস্টার্ন হাউজং এ কিছু ছোটো-ছোটো ছেলে মারামারি করেছে। একজন হাসপাতালে আছে। এমন ঘটনা শুনে আমি হাসপাতালে গিয়ে লিখনকে দেখে আসি। আজ শুনেছি ছেলেটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাইনি। মরদেহের বিষয়ে সাভার মডেল থানা দেখবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ০৫ জুলাই, ২০২২
এসএফ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।