ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খিলক্ষেতে জলাশয় থেকে মিলল নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
খিলক্ষেতে জলাশয় থেকে মিলল নিখোঁজ হওয়া এক শিশুর মরদেহ প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ এলাকার একটি জলাশয় থেকে ওয়াহিদুল ইসলাম রাফি (সাড়ে তিন বছর) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবার পক্ষ থেকে রাফি নিখোঁজ হওয়ার একটি সাধারণ ডায়েরি করা ছিল থানায়।

সোমবার (৪ জুলাই) বিকালে  নিকুঞ্জ ২ জামতলা বালুর মাঠের উত্তর পাশের একটি জলাশয় থেকে রাফির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রাফি তার পরিবারের সঙ্গে জামতলা মৃধা বাড়ি এলাকায় থাকতো। তার বাবার নাম মো. আলমগীর হোসেন। সে এই মাসের ২ তারিখে নিখোঁজ হয়। পরে তার পরিবার থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

খিলক্ষেত থানার উপ-পরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রাফির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে রাতে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩২৭ ঘণ্টা, জুলাই ৪, ২০২২
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।