ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

জাতীয়

ঈদে দরিদ্রদের জন্য ১ লাখ মেট্রিক টন চাল বরাদ্দ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৮, জুলাই ৪, ২০২২
ঈদে দরিদ্রদের জন্য ১ লাখ মেট্রিক টন চাল বরাদ্দ

ঢাকা: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের ৬৪টি জেলার জন্য ১ লাখ ৩৩০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার।

৬৪ জেলার ৪৯২টি উপজেলার জন্য ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩টি ভিজিএফ কার্ডের বিপরীতে এবং ৩২৯টি পৌরসভার জন্য ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টি ভিজিএফ কার্ডের বিপরীতে চালগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে রোববার (০৩ জুলাই) সন্ধ্যায় এ বরাদ্দ দেওয়া হয়।

দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে বলা হয়েছে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে নির্দেশনা দিয়েছে ত্রাণ মন্ত্রণালয়।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০২২
এমআইএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ