ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ষড়যন্ত্রকারীদের মুখে চুনকালি মেখে পদ্মা সেতু উদ্বোধন করেছি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুলাই ২, ২০২২
ষড়যন্ত্রকারীদের মুখে চুনকালি মেখে পদ্মা সেতু উদ্বোধন করেছি

নরসিংদী: শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, পদ্মা সেতু নিয়ে দেশে বিদেশে অনেক ষড়যন্ত্র হয়েছে। তারা পদ্মা সেতুতে অর্থ থেকে শুরু করে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে কাজ বন্ধ করতে চেয়েছে।

কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব যড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করেছেন।

আমরা সব ষড়যন্ত্রকারীদের মুখে চুনকালি মেখে পদ্মা সেতু উদ্বোধন করেছি। যার মাধ্যমে দক্ষিণবঙ্গের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। সারা দেশে আজকে আনন্দের জোয়ার বইছে।  

শনিবার (২ জুলাই) বিকেলে নরসিংদীর মনোহরদী বাসস্ট্যান্ডে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধনের মাধ্যমে এখন দক্ষিণবঙ্গে শিল্প বিপ্লব ঘটবে। ঢাকার সঙ্গে দূরত্ব কমে যাওয়া ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে এ অঞ্চলে অনেক শিল্পকারখানা গড়ে উঠবে। যার মাধ্যমে লাখো মানুষের কর্মসংস্থান হবে। মংলা ও পায়রা বন্দরের গতিশীলতাও বৃদ্ধি পাবে বহুগুণে। এছাড়া পর্যটন ও কৃষিসহ প্রতিটি ক্ষেত্রেই পদ্মা সেতু প্রবৃদ্ধি বৃদ্ধিতে ভূমিকা রাখবে।

শিল্পমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কের বিরাজ করছে। দেশে কর্ণফুলী টানেল, চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন, মেট্রোরেলসহ অনেক মেগা প্রকল্প চলছে। যেগুলো বাস্তবায়ন হলে দেশে আমূল পরিবর্তন আসবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিল্প, শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্যসহ প্রতিটি খাতেই উন্নয়নের মহাযঞ্জ চলছে।  

দেশে করোনার প্রার্দুভাব আবার বৃদ্ধি পাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, আমাদের সবাইকে সরকারের বেঁধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে করোনার ঢেউ মোকাবিলা করতেছি। মানুষের জীবন ও জীবিকাকে সমন্বয় করেই করোনা ভাইরাসকে মোকাবিলা করা হবে।

মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়, বাংলাদেশ আওয়ামী-যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, মনোহরদী উপজেলা যুবলীগের সভাপতি এমএস ইকবাল আহমেদ, সাধারণ সম্পাদক এসএম রাশেদুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল আলম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান তামান্না, সাধারণ সম্পাদক আফরোজা সুলতানা রুবী, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক ইমন আলম, যুগ্ম আহ্বায়ক নাজমুল কবিরসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগটনের নেতৃবৃন্দ।

এর আগে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। কয়েক হাজার নেতাকর্মী বিভিন্ন সাজে সজ্জিত হয়ে র‌্যালিতে অংশ নেয়। র‌্যালিটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার বাসস্ট্যান্ডে শেষ হয়।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।