ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

মারা গেছেন কবি ছহির উদ্দীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ২, ২০২২
মারা গেছেন কবি ছহির উদ্দীন কবি ছহির উদ্দীন

মেহেরপুর: স্ত্রীর মৃত্যুর এক সপ্তাহ পর মারা গেছেন মেহেরপুরের গাংনী উপজেলার কবি ছহির উদ্দীন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৯৭ বছর।



শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন অবহেলিত এই কবি।

কবির মেয়ে ষোলটাকা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য খালেদা আক্তার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত সপ্তাহে আমার মা টুনুয়ারা খাতুন মারা গেছেন।  

কবি ছহির উদ্দীন দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। স্থানীয়ভাবে তার চিকিৎসা চলছিল। আজ বিকেলে তার নামাজের জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিকভাবে জানা গেছে।  

ছহির উদ্দীনকে ঢাকার একটি কবি সম্মেলনে নিয়ে দেশবরণ্য কবি ও লেখকরা তাকে কবি উপাধি দিয়েছেন বলে জানা গেছে। তার লেখা কাব্যগ্রন্থ ‘নিঝুম রাতের কান্না’ বইটি পাঠক সমাদৃত হয়েছে। এছাড়া অর্থাভাবে বেশ কয়েকটি বই প্রকাশ করতে পারেননি তিনি। এছাড়া তার লেখা অসংখ্য কবিতা, প্রবন্ধ ও উপন্যাস রয়েছে। এছাড়া তিনি একজন গীতি কবি হিসেবেও পরিচিত।  

ওই কবির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলাকার সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।