ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতু দেখে ফেরার পথে মাইক্রোবাস উল্টে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুলাই ২, ২০২২
পদ্মা সেতু দেখে ফেরার পথে মাইক্রোবাস উল্টে বৃদ্ধ নিহত

শরীয়তপুর: পদ্মা সেতু দেখে ফেরার পথে জাজিরা প্রান্ত সংলগ্ন পয়েন্টে বাসের ধাক্কায় মাইক্রোবাস উল্টে আব্দুল হক মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৩ জন।

 

শনিবার (২ জুলাই) বিকেল ৩টার দিকে টোলপ্লাজার আগে নাওডোবা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল হক মোল্লা কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার ছাগাইয়া গ্রামের বাসিন্দা।  

শনিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পদ্মা দক্ষিণ থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, একটি মাইক্রোবাসে করে কয়েকজন পদ্মা সেতু দেখতে গিয়েছিলেন। সেতু দেখে ফিরছিলেন তারা। এসময় একটি বাস তাদের মাইক্রোবাসটিকে ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে বৃদ্ধ আব্দুল হক মারা যান এবং আহত হন ১৩ জন।  

এর আগে পদ্মা সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হন। তাদের একজন বাইক চালাচ্ছিলেন, অন্যজন আরোহী।

রোববার রাতে (সেুততে যান চলাচল শুরুর দিন) পদ্মা সেতুতে বাইক দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনার ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার কিছুক্ষণ পরই পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করে সরকার।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।