ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ২, ২০২২
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় যানবাহনে ডাকাতির প্রস্তুতিকালে ছয় ডাকাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (১ জুলাই) দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চাপাতি, রামদা, লোহার রড, খেলনা পিস্তল ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতার ছয়জন হলেন-  সোনারগাঁ উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকার মৃত শাহজাহান মিয়ার ছেলে আক্তার হোসেন (২৫), একই এলাকার জজ মিয়ার ছেলে সানি (১৯), জাহাঙ্গীর আলমের ছেলে শাওন রহমান (১৮), পিরোজপুর ইউনিয়নের চর ভবনাথপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে জামাল হোসেন (৩৮), বন্দর থানার দেওয়ানবাগ কলাবাড়ি এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলের আইয়ুব হোসেন (৩৫) ও  ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার আহাম্মেদপুর এলাকার আব্দুল লতিফের ছেলে শাহিন (৩২)।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা বাংলানিউজকে জানান, শুক্রবার দিনগত রাতে ১৫ থেকে ২০ জন ডাকাত দলের সদস্যরা উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় মহাসড়কের বিভিন্ন যানবাহনে ডাকাতির প্রস্তুতি নিয়েছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ছয় ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা পালিয়ে যান।  

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বাংলানিউজকে বলেন, গ্রেফতার ছয় ডাকাত সদস্যকে আদালতে পাঠানো হয়েছে। তাদের প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড চাওয়া হয়েছে। এছাড়া পালিয়ে যাওয়া ডাকাত সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এমআরপি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।