ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগদায় অপদ্রব্য পুশ, শ্যামনগরে দুই জনকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩১ ঘণ্টা, জুলাই ২, ২০২২
বাগদায় অপদ্রব্য পুশ, শ্যামনগরে দুই জনকে জরিমানা

সাতক্ষীরা: বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশের দায়ে সাতক্ষীরার শ্যামনগরে দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২ জুলাই) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের এই জরিমানা করেন।

এর আগে বুড়িগোয়ালিনী নৌ থানার অফিসার ইনচার্জ (ওসি) খাঁন শরীফুল ইসলামের নেতৃত্বে একটি টিম তাদের আটক করে।

জানা গেছে, উপজেলার আটুলিয়া ইউনিয়নের ছোট কুপোট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ছোট কুপোট এলাকার জাহিদুলের ছেলে মিলন (১৮) ও রমজান আলীর ছেলে জোহর আলীকে (৩৫) পুশকৃত ১০ কেজি বাগদা চিংড়িসহ আটক করে নৌ-পুলিশের একটি দল।

পরে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শহীদুল্লাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, ২ জুলাই, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।