ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, জুলাই ২, ২০২২
কুষ্টিয়ায় অস্ত্রসহ ডাকাত দলের ৩ সদস্য আটক

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২ জুলাই) দুপুর ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মস্তফা।

আটকরা হলেন- কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের খয়েরপুর এলাকার সেকেন আলীর ছেলে মাহাবুল (৩০), ভেড়ামারা উপজেলার কোদালিয়া এলাকার আশরাফ জোয়ার্দ্দারের ছেলে লালন (৩৫), মিরপুর পৌর এলাকার শ্যামল (২৫)।

ওসি গোলাম মস্তফা জানান, শুক্রবার (১ জুলাই) দিনগত রাত ২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহলবাড়ীয়া-সাতবাড়ীয়া মাঠের মধ্যে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করে পুলিশের একটি টহল টিম। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও দেশীয় তিনটি অস্ত্র জব্দ করা হয়।

তিনি আরও জানান, তাদের নামে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। শনিবার দুপুরে রিমান্ড আবেদনসহ তাদের আদালতে সোপর্দ্ধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ০২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।