ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৮, জুলাই ২, ২০২২
কক্সবাজারে যুবককে কুপিয়ে হত্যা ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজারে আব্দুল আজিজ (২২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। সদর উপজেলার ভারুয়াখালীর উল্টাখালী এলাকায় তাকে হত্যা করা হয়।

শুক্রবার দিনগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত আব্দুল আজিজ ভারুয়াখালীর ৯ নম্বর ওয়ার্ডের আব্দুর রহিমের ছেলে।

ভারুয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন জানান, রাত একটার দিকে খবর পেয়ে আমরা থানায় জানাই। আজিজ সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল এবং প্রায় সময় সশস্ত্র অবস্থায় চলাফেরা করত। অনেকের সঙ্গে তার
বিরোধ ছিল।

কক্সবাবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল গীয়াস বলেন, নিহত আজিজ একজন চিহ্নিত ডাকাত। তার নিজস্ব একটি গ্রুপ রুয়েছে, একাধিক মামলার আসামি। পূর্ব শত্রুতার জের ধরে কোনো পক্ষ তাকে কুপিয়ে হত্যা করতে পারে। তবে কী কারণে এবং কে বা কারা তাকে হত্যা করেছে সে সম্পর্কে এখনও কিছু জানতে পারিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, জুলাই ২,২০২২
এসবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।