ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কলারোয়ায় দুই পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ২, ২০২২
কলারোয়ায় দুই পিস্তল-গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে দুটি পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ বদরুজ্জামান (৩৪) নামে এক অবৈধ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শুক্রবার (১ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ভাদিয়ালী থেকে তাকে আটক করা হয়।

আটক বদরুজ্জামান কলারোয়া উপজেলার উত্তর ভাদিয়ালী গ্রামের দবির উদ্দিনের ছেলে।


বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, মাদরা বিওপির নায়েক মো. আহসান হাবিবের নেতৃত্বে একটি বিশেষ টহল দল উত্তর ভাদিয়ালী নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় একটি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি এবং একটি দেশীয় পিস্তল ও ১ রাউন্ড গুলিসহ মো. বদরুজ্জামানকে আটক করা করতে সক্ষম হন তারা।

পরে অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিকে কলারোয়া থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, ২ জুলাই, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ