ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২১ ঘণ্টা, জুলাই ২, ২০২২
রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন গ্রেফতার

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোকে চেক  সংক্রান্ত জামালপুরে করা একটি মামলায় আদালতের নির্দেশে গ্রেফতার করেছে রাজিবপুর থানা পুলিশ।

শনিবার (০২ জুন) সকালে আটক চেয়ারম্যানকে কুড়িগ্রাম আদালতে  পাঠানো হয়েছে।

শুক্রবার (০১ জুলাই) দিনগত গভীর রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ ।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, জামালপুর জেলার বকসীগঞ্জ এলকার জনৈক রাজন মিয়াকে কিছুদিন  আগে পাওনা ১২ লাখ টাকা নেওয়ার জন্য আকবর হোসেন হিরো চেক দেন।

কিন্তু আকবর হোসেনের অ্যাকাউন্টে টাকা না থাকায় রাজন আর্থিক লেনদেন নিয়ে চেক সংক্রান্ত একটি মামলা রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরোর বিরুদ্ধে জামালপুর আদালতে করেন। পরে ওই মামলায় জামালপুর  আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

রাজিবপুর থানা পুলিশ শুক্রবার রাতে আকবর হোসেন হিরোকে গ্রেফতার করে। পরে শনিবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জুলাই ০২, ২০২২ 
এফইএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।