ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

জাতীয়

সড়কে শৃঙ্খলা ফেরাতে বান্দরবানে ট্রাফিক পুলিশের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, জুলাই ১, ২০২২
সড়কে শৃঙ্খলা ফেরাতে বান্দরবানে ট্রাফিক পুলিশের অভিযান

বান্দরবান: সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা কমাতে বান্দরবানে ট্রাফিক পুলিশের অভিযান শুরু হয়েছে।

শুক্রবার (১ জুলাই) সকালে বান্দরবানের ট্রাফিক মোড়ে এ অভিযানের শুরু করেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার।

এ সময় তিনি রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন যানবাহন পরীক্ষা এবং যাদের কোনো ডাইভিং লাইসেন্স নেই তাদের জরিমানার আওতায় আনার নির্দেশনা দেন।

ট্রাফিক পুলিশের সদস্যরা হেলমেটবিহীন মোটরসাইকেল চালক, রেজিস্ট্রেশন ও লাইসেন্সবিহীন যানবাহন এবং সড়ক আইন না মেনে সড়কে চলাচলরত সবাইকে সচেতন করেন। এর পাশাপাশি বিভিন্ন ধরনের জরিমানা করে ও বেশ কিছু যানবাহন জব্দ করা হয়।

অভিযান চলাকালীন সময়ে সেখানে উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার জেরিন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম, বান্দরবান সদর ট্রাফিক বিভাগের টিআই প্রশাসন মো. নুরুল আবছারসহ পুলিশের সদস্যরা।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনা কমাতে সপ্তাহব্যাপী বান্দরবানে ট্রাফিক সপ্তাহ চলমান থাকবে। এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফেরাতে ও দুর্ঘটনা কমাতে কাজ করবে ট্রাফিক পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ০১ জুলাই, ২০২২ 
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।