ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, জুন ২৯, ২০২২
আদিতমারীতে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে পুকুরের পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ জুন) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- ওই ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে রাশেদুল ইসলামের মেয়ে আয়শা খাতুন (২) ও একই গ্রামের রুবেল মিয়ার মেয়ে লাবিবা আক্তার (২)।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আসাদুজ্জামান নান্নু বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বাড়ির উঠানে খেলা করার সময় পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় আয়শা ও লাবিবা। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরটি থেকে শিশু দুইটির ভাসমান মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জুন ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।