ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

তেলবাহী লরি ও ট্রলির সংঘর্ষে আহত ৪ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৮ ঘণ্টা, জুন ২৯, ২০২২
তেলবাহী লরি ও ট্রলির সংঘর্ষে আহত ৪  তেলবাহী লরি ও ট্রলির সংঘর্ষ

বাগেরহাট:  বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-ঢাকা মহাসড়কের দেড়বোয়ালিয়া এলাকায় জ্বালানি তেলবাহী লরি ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চার যুবক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৯ জুন) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

আহত যুবকেরা হলেন লাল খাঁ মিয়া (২৮), রুমান শিকদার (২৫), তায়েব খাঁ (২৫) ও সজীব খাঁ (২৪)। তাঁরা নড়াইলের কালিয়া উপজেলার বল্লাহাটি গ্রামের বাসিন্দা।
 
মোল্লাহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবুল হাসান বলেন, ‘উপজেলার দেড়বোয়ালিয়া এলাকায় তেলভর্তি লরি ও মোল্লাহাটগামী ট্রলির মুখোমুখি সংঘর্ষে চার যুবক আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় তেলভর্তি লরি ও ট্রলিকে জব্দ করে পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ’

বাংলাদেশ সময়:১৬৪৬ ঘণ্টা, ২৯জুন, ২০২২
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।