ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নড়াইলের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, জুন ২৯, ২০২২
নড়াইলের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা: নড়াইলে শিক্ষককে হেনস্তা করার ঘটনায় কার কতটা গাফিলতি রয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

বুধবার (২৯ জুন) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং শিল্পাঞ্চলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ বিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নড়াইলে প্রশাসনের সামনে শিক্ষককে হেনস্তা করার ঘটনায় আপনার কি বলার আছে বা কি পদক্ষেপ নেবেন এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আকস্মিক অনেক ঘটনা ঘটে যায়। এ ঘটনার জন্য আমরা সত্যই দুঃখিত। একজন শিক্ষককে উত্তেজিত জনতা হেনস্তা করেছে। আমাদের ডিসি ও এসপি তাৎক্ষণিকভাবে যে ব্যবস্থা নিয়েছিল। তারপরও আমরা মূল ঘটনাটা কি হয়েছিল ভালো করে জেনে আপনাদের জানাবো।  

তিনি বলেন, আমাদের কাছে মনে হয়েছে উত্তেজিত জনতা এত বেশি ছিল সেখানে ডিসি এসপির কিছু করার আগেই এ ঘটনা ঘটে গেছে। আসলেই এটা দুঃখজনক। এক্ষেত্রে না জেনে না শুনে না বুঝে ফেসবুকে এ ধরনের উক্তি বা কমেন্ট না করাই উচিত।

নড়াইলের ঘটনায় পুলিশ উপস্থিত ছিল সেক্ষেত্রে তাদের দায় এড়ানো যায় কিনা এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমি আগেই বলেছি কেউ কোনো দায়িত্ব অবহেলা করলে সেটা পুলিশ করুক বা জেলা প্রশাসক করুক অথবা জনপ্রতিনিধি করুক। সেখানে সবাই ছিল আমি শুনেছি। তাই কার কতটা গাফিলতি রয়েছে সেটা খতিয়ে দেখছি।

সাভারে একজন শিক্ষককে হত্যাকাণ্ডের বিষয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা আমাদের শিক্ষাগুরু তাদের যদি নিজ স্কুলের ছাত্রই হত্যা করে, এটা কতখানি নৈতিকতার অবক্ষয় ঘটেছে সেটা আপনারা নিজেরাই অনুমান করুন। তার বাবাকে ধরেছি। শিগগিরই তাকেও ধরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, জুন ২৯, ২০২২
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।