ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাটোরে ২টি পিস্তলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জুন ২৯, ২০২২
নাটোরে ২টি পিস্তলসহ যুবক আটক অস্ত্রসহ আটক রজন আলী

নাটোর: নাটোরে দু’টি করে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও গুলিসহ মো. রজন আলী (২৩) নামে একজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বুধবার (২৯ জুন) দুপুরের দিকে র‌্যাব-৫ রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্প থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক রজন আলী রাজশাহীর শাহমখদুম থানার আলিফ মিম ভাটারমোড় এলাকার মো. কেতাব আলীর ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৮ জুন) দিনগত রাতে নাটোর জেলার সদর উপজেলার বনবেল ঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় একটি বাস থেকে রজনকে আটক করা হয়। একই সঙ্গে তার দেওয়া তথ্যমতে বাস থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি ও চার হাজার টাকা জব্দ করা হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৫০ ঘন্টা, জুন ২৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।