ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

উপবৃত্তির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া কথিত কর্মকর্তা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০২ ঘণ্টা, জুন ২৯, ২০২২
উপবৃত্তির প্রলোভনে অর্থ হাতিয়ে নেওয়া কথিত কর্মকর্তা গ্রেফতার

ঢাকা: শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে ফোন দিয়ে শিক্ষার্থীদের অভিভাবকদের উপবৃত্তির টাকার প্রলোভন দিতেন। কেউ ফাঁদে পা দিলে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে যোগাযোগ বন্ধ করে দিতেন।

শিক্ষার্থীদের উপবৃত্তি ও করোনাকালে অনুদান দেওয়ার নামে অভিনব এই প্রতারক চক্রের অন্যতম হোতা ফিরোজ কবীরকে (২০) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার (২৮ জুন) রাতে গোপন তথ্যের ভিত্তিতে রংপুরের পীরগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৯ জুন) দুপুরে রাজধানীর মালীবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।

তিনি বলেন, গ্রেফতার ফিরোজ কবীরের নেতৃত্বে ৩/৪ সদস্যের একটি চক্র মোবাইলে আর্থিক লেনদেনের প্লাটফর্ম ব্যবহার করে নিজেদের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করে আসছিলেন। অর্থ সংগ্রহের পর পরই তাদের ব্যবহৃত নাম্বার পাল্টে আবার প্রতারণা শুরু করতেন।

এমন প্রতারণার ঘটনায় ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে ফিরোজকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জুন ২৯, ২০২২
পিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।