ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৭ ঘণ্টা, জুন ২৮, ২০২২
শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে অনির্দিষ্টকালের জন্য ফেরি বন্ধ

পদ্মায় নাব্য সংকটের কারণে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে শিমুলিয়া-মাঝিরকান্দি রুটে।

লৌহজং টার্নিং পয়েন্ট ও পাইনপাড়া অংশের চ্যানেল মুখে নাব্য সংকট সৃষ্টি হওয়ায় এ রুট ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এজন্য মঙ্গলবার (২৮ জুন) থেকে অনির্দিষ্টকালের জন্য এ রুটে ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে বলে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট সূত্র জানিয়েছে।  

এদিকে গত ২৬ জুন পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হলে গাড়ির অভাবে ফেরি বন্ধ ঘোষণা করা হয়।  

কিন্তু সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জনের প্রাণ গেলে সেতুতে মোটরসাইকেল নিষিদ্ধ করা হয়। এতে মোটরসাইকেলের আরোহীরা বিপাকে পড়েন। তখন ফেরি চালুর ঘোষণা আসে। কিন্তু সোমবার রাতে নাব্য সংকটের কারণে আবার ফেরি বন্ধ করে দেওয়া হয়। পরে মঙ্গলবার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়।

সূত্রটি জানায়, ড্রেজিংয়ের মাধ্যমে নাব্য সংকট দূর করা হবে। নদীর গভীরতা বাড়ানোর পর এ নৌপথে ফেরি চালু হবে।

এর আগে সোমবার সকাল সোয়া ১০টায় ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ছেড়ে বেলা আড়াইটার দিকে মাঝিরকান্দি ঘাটে পৌঁছায়। ফেরিটি লৌহজং টার্নিং পয়েন্টে ডুবোচরে আটকে যাওয়ায় এ দেরি হয়। পরে প্রায় চার ঘণ্টার চেষ্টায় ডুবোচর থেকে ফেরিটি মুক্ত করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, জুন ২৮, ২০২২
এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।