ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৫ ঘণ্টা, জুন ২৭, ২০২২
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

সিলেট: সিলেটের দক্ষিণ সুরমায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শামীম আহমদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৭ জুন) দুপুরে ওই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিকেল ৪টার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।  নিহত শামীম আহমেদ উপজেলার মোগলাবাজার ইউনিয়নের জাহানপুর গ্রামের জালাল মিয়ার ছেলে এবং স্থানীয় শাহজালাল আইডিয়াল একাডেমির সপ্তম শ্রেনির ছাত্র।  

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে শামীম বাড়ির বাইরে বিদ্যুৎস্পৃষ্ট হয়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেয় তার পরিবারের সদস্যরা। দুপুর সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক শামীমকে মৃত ঘোষণা করেন।  

মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দুহা এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, বিকেল ৪টার দিকে খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করি। এছাড়া ঘটনাস্থল পরিদর্শনেও পুলিশ পাঠানো হয়।  

তিনি বলেন, বাড়ির বাইরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই কিশোরের মৃত্যু হয়। মরদেহ বিনা ময়নাতদন্তে নিতে স্বজনরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছেন।  

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, জুন ২৭, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।