ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

জাতীয়

সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৪ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, জুন ২৭, ২০২২
সুন্দরবনে অবৈধভাবে মাছ শিকার, ৪ জেলে আটক

বাগেরহাট: নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে মাছ শিকারের অপরাধে ৪ জেলেকে আটক করেছে বন বিভাগ। রোববার (২৬ জুন) রাতে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের কচিখালী ও কটকা অভয়ারণ্য কেন্দ্রের দুধরাজ খাল থেকে এসব জেলেকে আটক করা হয়।

এসময়  জেলেদের ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা, মাছ ধরার জাল এবং নিত্য ব্যবহারী বেশকিছু মালামাল জব্দ করেছে বনরক্ষীরা। সোমবার (২৭ জুন) দুপুরে আটক জেলেদের নামে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করেছে বনবিভাগ।

আটক জেলেরা হলেন- বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী এলাকার আ. জলিল (৪৫), সাইফুল ইসলাম (২১), মুসা মিয়া (৩২) এবংখুলনার রুপসার মুরাদ হোসেন (৪০)।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শহিদুল ইসলাম হাওলাদার বলেন, অবৈধভাবে মাছ শিকারের অপরাধে চার জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

মাছের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলছে।

বাংলাদেশ  সময়: ১৮১৮ ঘণ্টা, জুন ২৭, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।