ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

মানবদেহের বিভিন্ন অংশ পাওয়া যায় তাদের কাছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ২৭, ২০২২
মানবদেহের বিভিন্ন অংশ পাওয়া যায় তাদের কাছে

ঢাকা: রাজধানীর কমলাপুর রেলস্টেশনে মানবদেহের হাড়, দাঁত, মাথার খুলিসহ তিন জনকে গ্রেফতার করেছে ঢাকা রেলওয়ে থানা পুলিশ।

সোমবার (২৭ জুন) সকালে কমলাপুর রেলস্টেশন পাবলিক টয়লেটের দক্ষিণ পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- রুবেল (২২), মনিরুজ্জামান মনির (২৩) ও হারুন রশিদ রুবেল (২৪)।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) আশ্রাফ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেফতারদের কাছে থেকে ট্রাভেল ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় মানবদেহের বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। মানবদেহের মোট ৮৮ অংশ (হাড়, দাঁত, মাথার খুলি) পাওয়া যায় তাদের কাছে।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হাড়, দাঁত, মাথার খুলি তারা ময়মনসিংহ মুক্তাগাছা এলাকায় একটি কবরস্থান হতে কবর খুড়ে সংগ্রহ করে। সেগুলো তারা গ্রেফতার হওয়া হারুনের কাছে বিক্রি করার জন্য নিয়ে এসেছিলেন।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জুন ২৭, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।