ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতুর নাট-বল্টু খোলার আরেক ভিডিও ভাইরাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০২ ঘণ্টা, জুন ২৬, ২০২২
পদ্মা সেতুর নাট-বল্টু খোলার আরেক ভিডিও ভাইরাল ছবি: সংগৃহীত

ঢাকা: পদ্মা সেতুতে নাট-বল্টু খোলার ভিডিও ভাইরাল হওয়ার পর বায়েজিদ তালহা নামে এক টিকটকারকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

এর মধ্যেই নাট-বল্টু খোলার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

রোববার (২৬ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, পদ্মা সেতুর রেলিংয়ে ব্যবহৃত নাট-বল্টু হাত দিয়ে খুলছেন এক যুবক।

ভিডিওতে তাকে বলতে শোনা যায়, এ সেতুর নাট কিন্তু আমি হাত দিয়েই খুলেছি। এটা কিন্তু নেইনি আমি, লাগিয়ে দিলাম।

এর আগে রোববার রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজিদ তালহাকে আটক করে সিআইডি।

সিআইডি জানায়, উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষে পর দিন যান চলাচলের জন্য পদ্মা সেতু খুলে দেওয়া হয়। এ সময় সেতুর ওপরে মানুষের ভিড় ও বিশৃঙ্খলা দেখা দেয়।

এ সুযোগে পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বোল্টু খুলে টিকটক ভিডিওটি করেন বায়েজিদ। বায়েজিদের (৩০) বাড়ি পটুয়াখালী জেলায়। এ বিষয়ে আগামী সোমবার (২৭ জুন) সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, জুন ২৬, ২০২২
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।