ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পোল্ট্রি ব্যবসায়ীর

সিনিয়র করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুন ২৬, ২০২২
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল পোল্ট্রি ব্যবসায়ীর প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীর বাঘায় পোল্ট্রি খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোক্তার আলী (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

রোববার (২৬ জুন) বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে তাকে মৃত ঘোষণা করা হয়।

 

ব্যবসায়ী মোক্তার আলী বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর গ্রামের আমজাদ আলীর ছেলে।  

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, নিজের পোল্ট্রি খামারে কাজ করার সময় বিদ্যুতস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান মোক্তার। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে রামেক হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এসএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ