ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মার্কেটে আগুন লাগিয়ে নিজেরাই নেভালো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, জুন ২৬, ২০২২
মার্কেটে আগুন লাগিয়ে নিজেরাই নেভালো

রাজশাহী: রাজশাহী মহানগরীর সবচেয়ে জনবহুল আরডিএ মার্কের্টে আগুন লেগেছিল আজ। তবে তা লাগানো হয়েছিল ইচ্ছে করেই।

আশপাশে পানির কোনো উৎস নেই- এমন জনবহুল মার্কেটে আগুন লাগলে কী করণীয় তার প্রাথমিক ধারণা দিতে এই আগুন লাগিয়েছিল রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

রোববার (২৬ জুন) সকালে মার্কেট খোলার আগেই এই মহড়া চালায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের এই অগ্নিনির্বাপণ ও উদ্ধার মহড়ায় সহযোগিতায় করেন আরডিএ কর্তৃক পুনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতি।  

এ নেতৃত্ব দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক মামুন মাহমুদ।

মহড়ায় অগ্নিনির্বাপণ ও উদ্ধারের বিভিন্ন কলাকৌশল মার্কেটের ব্যবসায়ীদের দেখানো ও শেখানো হয়।

মহড়া পরিচালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার মো. আব্দুর রউফ।

মহড়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক দিদারুল আলম, উপ-সহকারী পরিচালক জাকির হোসেন ওই স্টেশনের কর্মকর্তাসহ আরও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।