ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

করোনা সংক্রমণ বাড়ছে, স্বাস্থ্যবিধি মানার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ২৬, ২০২২
করোনা সংক্রমণ বাড়ছে, স্বাস্থ্যবিধি মানার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

ঢাকা: দেশে করোনাভাইরাসের সক্রমণ বাড়ছে। এ পরিস্থিতিতে করোনা সংক্রমণ রোধে জনগণকে স্বাস্থ্যবিধি মানতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

 

রোববার (২৬ জুন) রাজধানীর আইসিডিডিআর,বি-এর সাদাকাওয়া মিলনায়তনে দেশের ইতিহাসে সবচেয়ে বড় কলেরা টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী এ পরামর্শ দেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, করোনা বাড়লেও সরকার আতঙ্কিত নয়। করোনায় মৃত্যু নেই। কিন্তু সবাইকে ভ্যাক্সিন নিতে হবে, বুস্টার ডোজ নিতে হবে। সচেতন থাকতে হবে।  

কলেরা টিকাদান কর্মসূচি প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকায় প্রথমবারের মতো মুখে খাওয়ার ভ্যাক্সিন দিচ্ছি। পোলিও-টিটেনাস নির্মূল হয়েছে, কলেরাও নির্মূল হবে।

ড. তাহমিদ আহমেদ বলেন, বাংলাদেশ অসাধারণ কাজ করেছে কোভিড নিয়ন্ত্রণে। ওরাল কলেরা ভ্যাক্সিনেও বাংলাদেশে অনেক বড় প্রভাব পড়বে।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মিরপুরের শিশু শবনম ফারিয়াকে টিকাদানের মধ্যে দিয়ে এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।

এ কর্মসূচীতে যাত্রাবাড়ীর প্রায় ৫ লাখ, সবুজবাগের প্রায় ৪ লাখ ২০ হাজার, দক্ষিণখানের প্রায় ২ লাখ ৮০ হাজার,মিরপুরের প্রায় ৭ লাখ ৮০ হাজার এবং মোহাম্মদপুরের প্রায় ৪ লাখ অধিবাসীকে কলেরার টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। প্রায় ৭০০টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম এবং ড. তাহমিদ আহমেদ।  


বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুন ২৬, ২০২২
এনবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।